logo
news image

ক্যান্সার আক্রান্ত ফাতেমাকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিবেদক।।
মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত দিনমজুর বাবার মেয়ে বলে কি ফাতেমা চিকিতসা পাবে না? চিকিৎসা না পেয়ে চলে যাবে সে? আমরা কী পারি না ফাতেমার পাশে দাঁড়াতে?
ফাতেমাকে বাঁচাতে অসহায় দিনমজুর বাবা সামাজের বৃত্তবান, হৃদয়বান ব্যক্তিদের সাহায্য চান যাতে মেয়ের জীবন বাঁচাতে অন্ততঃ কয়েকটি কেমো দিতে পারেন। ফাতেমা পাইকপাড়া কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। বাড়ি নাটোরের লালপুরের রঘুনাথপুর গ্রামে। বাবার নাম কামাল হোসেন। ফাতেমা জেনেটিক ক্যান্সারে আক্রান্ত। দিনমজুর বাবা তার মেয়ের জীবন বাঁচাতে সাংবাদিকদের ব্যাপক প্রচারে এগিয়ে আসার অনুরোধ করেছেন। ফাতেমাকে সাহায্যে বিকাশ নম্বর - মাহমুদ (পাশের বাড়ি) ০১৭১৪৫৭৩২০০।

সাম্প্রতিক মন্তব্য

Top