logo
news image

বই মেলায় তৌহিদুর রহমানের যত বই

নিজস্ব প্রতিবেদক।।
তৌহিদুর রহমান। একজন ঔপন্যাসিক ও কবি। স্বপ্ন দেখেন দেশে একটি স্বতন্ত্র সাহিত্য বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার। আপন আঙিনা কুড়িগ্রাম জেলার নিভৃত পল্লী মধুপুরে একটি সাহিত্য পরিষদ গড়বার।
লেখালেখির শুরু একদম ছোটবেলায়।  ইতোমধ্যে অর্জন করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক ও সন্মাননা। বনলতা সাহিত্য পদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, ই্উনাইটেড টেলিফিল্ম, বামসাফে, স্বাধীনতা সংসদ, মাদার তেরেসা রিসার্চ সেন্টার, মহাকবি কায়কোবাদ স্বর্ণপদক উল্লেখযোগ্য।
উপন্যাসে স্বাচ্ছন্দ্যবোধ করলেও কবিতা, ছোটগল্প, শিশু-কিশোরসাহিত্য সবদিকে তাঁর সমান বিচরণ।
বই মেলায় অনন্যা প্রকাশনীর বিশেষ আকর্ষণ: পাঠকনন্দিত ঔপন্যাসিক তৌহিদুর রহমানের তিনটি জনপ্রিয় উপন্যাস: ১.বসন্ত কারাগারে বারোমাস ২.বৃষ্টি ভেজা রোদ্দুর ৩.ভালোবেসে সখী নিভৃতে যতনে...(মধ্যবিত্ত জীবনের আনন্দ-বেদনা, হাসি-কান্না আর অশ্রুভেজা সব চিরচেনা-অজানা উপাখ্যান)...
* সরাসরি পেতে চাইলে চলে আসুন একুশে বইমেলা ২০২০-এর অনন্যা প্রকাশনী (৫) নম্বর প্যাভিলিয়নে
* ঘরে বসে বই পেতে: কল করুন # ০১৬২৫-১৭৮৭৫৮ এই নম্বরে অথবা টেক্সট করুন ইনবক্সে
* অথবা লগ-ইন করুন দেশের যেকোন অনলাইন বুকশপ-এ
https://www.rokomari.com/book/author/42
https://www.boibazar.com/author-books/Touheedur-Rahman
* এছাড়া তৌহিদুর রহমানের যেকোনো বই সংক্রান্ত তথ্যের জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন https://web.facebook.com/writertouheedurrahman পেইজে অথবা https://web.facebook.com/touheedurrahmanbooks পেইজটিতে |
অনন্যা প্রকাশিত লেখকের অন্যান্য গ্রন্থসমূহ...
* উপন্যাস:
১. অবগাহন, তোমাতেই।
২. নিতু বলছি।
৩. বাবা আমার, একলা বাবা।
৪. কী কথা তাহার সাথে।
৫. একটি ঝিঁঝিঁপোকা ও কয়েকটি জোনাকি।
৬. বসন্ত কারাগারে বারোমাস।
৭. ভালোবেসে সখী নিভৃতে যতনে।
৮. আঁধার করা আলো।
৯. কেন মনে রাখো তারে।
১০. বৃষ্টি ভেজা রোদ্দুর।
১১. জোছনার বৃষ্টিতে ভিজে।
১২. সুখের মতো ব্যথা।
* শিশুসাহিত্য:
১. আজ স্কুল ছুটি।
২. ক্লাসের বাইরে কয়েকদিন

সাম্প্রতিক মন্তব্য

Top