logo
news image

নাটোরে পথ বই মেলা

নিজস্ব প্রতিবেদক।।
নিয়মিত আড্ডা বসে নাটোর প্রেসক্লাবের সামনে সাইফুলের চায়ের দোকানে। সেখানে কবি, লেখক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি ও পেশার মানুষ আড্ডা জমান। এখান থেকেই মূলত আলাপ আলোচনার ভিত্তিতে চা স্টল চত্বরে পথ বই মেলার চিন্তা মাথায় আসে।
দৈনিক প্রান্তজনের উদ্যোগে গতবারই প্রথম অনুষ্ঠিত হয় পথ বই মেলা। সেই ধারাবাহিকতায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হলো পথ বই মেলার। বই মেলায় বিশিষ্ঠ ছড়াকার কামাল খাঁ বেছে নিলেন তিনি সাইফুলকে দিয়ে বই মেলার উদ্বোধন করবেন। যে কথা সেই কাজ। যথারিতি সাইফুলকে দিয়ে তিনি তাঁর ছড়ার বই “বর্ণরাজা” বইয়ের মোড়ক উন্মোচন করালেন। কামাল খাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই ।

সাম্প্রতিক মন্তব্য

Top