logo
news image

একুশে বইমেলায়: লালপুরে মুক্তিযুদ্ধ ও গণহত্যা

নিজস্ব প্রতিবেদক ।।
“লালপুরে মুক্তিযুদ্ধ ও গণহত্যা” গ্রন্থ উন্মোচন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থ উম্মোচন মঞ্চে অনুষ্ঠিত হয়।
গ্রন্থ উন্মোচন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্যের সহধর্মিনী সায়রা বানু ছায়া, লালপুরে মুক্তিযুদ্ধ ও গণহত্যা গ্রন্থের লেখক সাদ আহমেদ প্রমুখ।
লেখক সাদ  আহমেদ পাকশী রেলওয়ে কলেজের প্রভাষক এবং নাটোরের লালপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক শহীদ সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট কলাম লেখক এবং স্থানীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষক।
মোড়ক উম্মোচন শেষে সাংসদ তার বক্তব্যে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের এ বইটি পড়ার এবং সংগ্রহে রাখার আহবান জানিয়েছে। তিনি বলেন, ৩০ লাখ শহীদের কঙ্কালের উপর প্রতিষ্ঠিত স্বাধীনতার মূলমন্ত্রই হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা। পরিশেষে তিনি গ্রন্থের লেখক সাদ আহমেদকে এ দুর্লভ গ্রন্থ রচনায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্যের সুচনাতে লেখক সাদ আহমেদ বইটির বিশেষত্ব তুলে ধরেন। তিনি জানান, মুক্তিযুদ্ধের পূর্বকালের সংগ্রাম এবং একাত্তরে লালপুর এ দুই পর্বে লিখিত হয়েছে এ বইটি। ১৮৫৯ এবং ১৯২১ সালের তৎকালিন রাজশাহীর বিলমাড়ীয়ার নীলকর বিদ্রোহ এবং ১৯৭১ সালের মার্চ মাসের শুরু থেকে ১৭ ডিসেম্বর লালপুর থানা পাকিস্তানি হানাদার মুক্ত হওয়া পর্যন্ত বিশদভাবে আলোচিত হয়েছে। বইটি নতুন প্রজন্মসহ সর্বস্তরের পাঠক মহলে সমাদৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গ্রন্থটি প্রকাশণা করেছে বিন্যাস প্রকাশনী । গ্রন্থটি একুশে বই মেলার জাতীয় সাহিত্য প্রকাশনীর ৫৩৯ নম্বর স্টলে পাওয়া যাবে।

সাম্প্রতিক মন্তব্য

Top