logo
news image

১৪০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন সফল করতে ঈশ্বরদী প্রেসক্লাবে মত বিনিময়

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
"গিনেস বুক অব ওয়ার্ল্ড " অর্ন্তভূক্তির লক্ষ্যে দীর্ঘ ১৪০ কিলোমিটার ( আরিচা- মানিকগঞ্জ- কাজিরহাট/ নগরবাড়ি-পাবনা-দৌলতপুর- রাজবাড়ি) সংযোগকারী দ্বিতীয় যমুনা-পদ্মা বহুমুখী ওয়াই আকৃতির সেতু বাস্তবায়নের লক্ষ্যে ২৭ জানুয়ারি/২০২০ ঐতিহাসিক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পাবনা জেলা উন্নয়ন ফোরাম আয়োজনে এই কর্মসূচি সফল করতে গণসংযোগের অংশ হিসেবে শনিবার বিকেলে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন সফলতা করতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পাবনা জেলা উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. কে হাবিবুল্লাহ। ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক এ্যাড. জাহাঙ্গীর হোসেন মিয়া ও ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার কুন্ডু।
পাবনা জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, ছলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু, ও মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আব্দুল আলিম, ফোরামের সদস্য মুনসুর আলমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top