logo
news image

নর্থ বেঙ্গল সুগার মিলে সিবিএ নির্বাচনে উৎসবের আমেজ

লালপুর (নাটোর) প্রতিনিধি।।
 নাটোরের লালপুর উপজেলার  গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বি-বার্ষিক নির্বাচন।
(২৩ জানুয়ারী)  (সিবিএ) নির্বাচনে ৮টি সম্পাদকীয় পদ ও ৯টি সদস্য পদে মোট ৪৭জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৮শ ৩৬ জন। নির্বাচনকে কেন্দ্র করে মিল এলাকায় উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। সুষ্ঠু সুন্দর ও নজিরবিহীন নিয়ম শৃংখলার মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে। প্রার্থী, ভোটার, মিল কর্তৃপক্ষ সকলেই এ নির্বাচনকে অতীতের যে কোন নির্বাচন অপেক্ষা অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলে দাবি করছেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের বলেন, ‘আমার মনে হয় ইতিপূর্বে এমন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন হয়নি।
সাধারণ সম্পাদক পদ প্রার্থী আব্দুল বাতেন, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আবুল কালাম আজাদ, শাহেদ আলমসহ অন্যান্য প্রার্থীরা ভোটকেন্দ্রের সার্বিক আবস্থার উপর সন্তোশ প্রকাশ করেন। আরো বলেন, এর আগে শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন এমন সুন্দর পরিবেশ দেখা যায়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানাগেছে, সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, অর্থ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া ৪টি ওয়ার্ডে ৯টি সদস্য পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
মিলের শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশনার জানান, সভাপতি পদে আব্দুল হাই (গরুর গাড়ী), খন্দকার শহীদুল ইসলাম (রেডিও), গোলাম কাওছার (ছাতা), সাধারণ সম্পাদক পদে আব্দুল বাতেন (উড়োজাহাজ), আব্দুল মমিন (হরিণ), ওমর আলী (কুড়ে ঘর), দেলোয়ার হোসেন (আম), সাইদুর রহমান (মাছ), সহ-সভাপতি পদে চাঁদ মিয়া (কলস), ফরহাদ আলী (মোরগ), মঞ্জুর রহমান (দেয়াল ঘড়ি), শহিদুল ইসলাম (খেজুর গাছ), সহ-সাধারণ সম্পাদক পদে আবু নাঈম (মই), নাহিদুজ্জামান (বাইসাইকেল), শাহ আলম (গোলাপ ফুল), সাংগঠনিক সম্পাদক পদে আবু তালেব (টেবিল), আব্দুর রশিদ (রেলগাড়ী), মোমিনুল ইসলাম (দোয়াত কলম), হারুন অর রশীদ (চাকা), প্রচার সম্পাদক পদে আনোয়ার হোসেন (রিক্সা), ওসমান গণি (বাস), ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অলোক কুমার সরকার (ফুটবল), শাহজাহান আলী (চেয়ার), অর্থ সম্পাদক পদে আকরাম হোসেন (টিউবওয়েল), আবুল কালাম আজাদ (তলোয়ার), শাহেদ আলম (মোমবাতি) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top