logo
news image

বড়াইগ্রামের নতুন বই পেল ৭০ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
 নাটোরের বড়াইগ্রামে ৭০ হাজার শিক্ষার্থী মাঝে বিনা মূল্যে বই বিতরনের মাধ্যেমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন এই কর্মসূচীর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
 উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে উপেজলা নির্বাহী কর্মকর্তা  আনোয়ার পারফেজ সভাপতিত্বে আয়োজীত আনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, রাজাপুর কলেজের অধ্যক্ষ মোঃ তঘলুগ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ প্রমূখ।
উপজেলা প্রশাসন সুত্রে জানাযায়, উপজলার সকল  সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ৭০ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বড়াইগ্রামে শিক্ষার মান এমন জায়গায় নিয়ে দাঁড় করাতে চাই যেন অন্যরা আমাদেরকে অনুসরন করে। জাতি শিক্ষিত হলে দেশে উন্নত হয়। আমি সকলের সম্মিলিত প্রচেষ্টা চাই।

সাম্প্রতিক মন্তব্য

Top