logo
news image

বড়াইগ্রামে ডিজিটাল দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে “সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে”প্রতিপাদ্যকে সামনে নিয়ে র‌্যালি ও আলোচনা সভার মধ্যো দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বড়াইগ্রাম এই কর্মসূচির আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন।
উপজেলা চত্ত¡র থেকে র‌্যালিটি শুরু হয়ে বনপাড়া পদক্ষীন করে উপজেলা মিলানায়তনে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি(ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস মিয়াজী, যুগ্ম সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন বাবলু , তথ্য আপা মনিরা খাতুন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা ডিজিটাল বাংলাদেশের সফলথা ও নিরাপদ ইন্টারনেট ব্যাবহারের বিষয়ে আলোচনা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top