logo
news image

বড়াইগ্রামে বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বিএনপি । শনিবার সকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়ার বনপাড়াস্থ বাস ভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের  সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া। সভায়  উপজেলা, পৌর, ইউনিয়নের বিভিন্ন স্তরের পাঁচশতাধিক নেতা-কর্মীর অংশ গ্রহণে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা হযরত আলী, আতিকুর রহমান মৃধা, সরদার রফিক, শরিফুল হক মুক্তা, বেলাল হোসেন, লিয়াকত আলী আলম, মফিজ মৃধা, হোসেন আলী, আব্দুল আলীম, আব্দুস সালাম প্রমূখ।
জেলা বিএনপিরআহ্বায়ক আমিনুল হক বলেন, প্রস্তুতি সভায় বিভিন্ন স্তরের নেতা-কর্মী তাদের মতামত নেয়া হলো। এর ভিত্তিতে জেলা নেতৃবৃন্দ আহ্বায়ক কমিটি করে জানিয়ে দেবেন।

সাম্প্রতিক মন্তব্য

Top