logo
news image

নবেসুমির আখ মাড়াই পেছালো

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুরে প্রাকৃতিক দুর্যোগের কারণে পেছালো নর্থ বেঙ্গল সুগার মিলের চলতি মওসুমের আখ মাড়াই। শুক্রবার ১ নভেম্বরের পরিবর্তে মাড়াই শুরু হবে আগামী ৮ নভেম্বর।
মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় হঠাৎ বৃষ্টিতে পয়লা নভেম্বর শুক্রবার  মাড়াই শুরু করা সম্ভব না হওয়ায় আগামী ৮ নভেম্বর শুরু হবে। তিনি আরো জানান, চলতি মওসুমে মিল এলাকায় ২৪ হাজার একর জমিতে আখের চাষ হয়েছে।  এবছর আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৮৪ হাজার মেট্রিক টন। এর মধ্যে মাড়াই করা হবে দুই লাখ ৭৬ হাজার মেট্রিক টন। ১৭৬ কর্মদিবসে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ১৬০ মেট্রিক টন। চিনি আহরণের হার ধরা হয়েছে আট দশমিক পাঁচ শতাংশ।
তিনি আরো বলেন, চলতি মওসুমে মিল এলাকায় উচ্চ ফলনশীল বিভিন্ন জাত ও  অধিক পরিমাণ আখের চাষ হয়েছে। আশা করি যে কোন  মওসুমের তুলনায় এবার অনেক বেশি আখ আহরণ সম্ভব হবে। মিল এলাকায় ক্রাশারের মাধ্যমে আখ মাড়াই না করতে প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top