logo
news image

লালপুরে মুক্তিযোদ্ধা খায়রুল ইসলামের দাফন

নিজস্ব প্রতিবেদক।  ।  
বীর মুক্তিযোদ্ধা, নাটোরের লালপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সাবেক এলাকা পরিচালক খাইরুল ইসলাম শনিবার (২৬ অক্টোবর) বেলা ৩ টার সময় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি মোহরকয়া (ভাঙ্গাপাড়া) নিবাসী মৃত সোহরাব মালিথার ছেলে। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানাযার  পূর্বে পুলিশের একটি চৌকস দল উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিনের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন।
রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টায় বিলমাড়ীয়া ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে মোহরকয়া মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top