লালপুরে পুলিশিং ডে উদযাপিত
নিজস্ব প্রতিবেদক। ।
"পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে লালপুর থানা পুলিশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে থানা চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে র্যালি শেষ হয়। পরে থানা চত্বরে এক আলোচনা সভা সভায় লালপুর পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক সহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) সম্রাট তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা, লালপুর থানা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ব্যবসায়ী মনোয়ার হোসেন নান্টু। আরো বক্তব্য রাখেন, এ কে আজাদ সেন্টু, ইউসুফ আলী, টুটুল প্রমুখ। কোরান তেলাওয়াত করেন, থানা মসজিদের পেশ ইমাম হাফেজ মো. মতিউর রহমান।
এ সময় লালপুর থানার কর্মকর্তা-কর্মচারী, এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য