logo
news image

লালপুরে ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স

নিজস্ব প্রতিবেদক।  ।  
এনআইএলজি এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তায়নে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় নাটোরের লালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের প্রশিক্ষণে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানা প্রমূখ।
দ্বিতীয় ধাপের প্রশিক্ষণে উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান সহ ইউনিয়নের সদস্যবিন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top