logo
news image

লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক।  ।  
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়,’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই, লালপুর উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে সমাবেশ করে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাদিয়া আফরিন এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার হিরু, সমবায় অফিসার আদম আলী, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল মোত্তালেব রায়হান, সাধারণ সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক মাজহারুল ইসলাম লিটন, যুগ্মসম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top