logo
news image

লালপুরে কৃষক ও ব্যবসায়ীদের আখ মাড়াইয়ের দাবি

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর উপজেলাসহ ১৪টি ইউনিটের গুড় ব্যবসায়ী ও আখচাষী কৃষকদের উদ্যোগে আখ মাড়াই ও কৃষকের সকল অধিকার ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ৫৮-নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল এমপির কাছে হাজারো ব্যবসায়ী ও কৃষকের ঢল নামে।  
সোমবার (২১ অক্টোবর) নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘার নেতৃত্বে লালপুর, গোপালপুর, ওয়ালিয়া, ধুপইল, আব্দুলপুর, রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম, বাঘা, আড়ানী, পুঠিয়া, নাটোরের বনপাড়া, কুষ্টিয়া, ভেড়ামারা, পাবনার ঈশ্বরদী ও চাঁপাইনবাবগঞ্জ এই ১৪টি ইউনিটের গুড় ব্যবসায়ী ও আখচাষী কৃষকরা আখ মাড়াইয়ের ন্যায্য দাবি জানান।  সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল গুড় ব্যবসায়ী, কৃষক ও সুগার মিলের স্বার্থ বিবেচনায় নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে সুষ্ঠু সমাধানের প্রতিশ্রুতি দেন।  
এ সময় বক্তব্য রাখেন, গুড় ব্যবসায়ী ১৪ ইউনিটের সমম্বিত নির্বাচিত সভাপতি হাজি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান সাইফুল, লালপুর ইউনিট সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মতিউর রহমান, সাগর আহমেদ, মিজানুর রহমান প্রমুখ। 

সাম্প্রতিক মন্তব্য

Top