logo
news image

১৩ তুর্কি নারীর মৃত্যুদণ্ড দিলো ইরাক আইএস সম্পৃক্ততার দায়ে

রোববার ইরাকের বিচারবিভাগের মুখপাত্র জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার অপরাধে ১৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাক।

গত বছরের আগস্ট থেকে আইএসকে ইরাকের বিভিন্ন অবস্থান থেকে উচ্ছেদের পর আইএস যোদ্ধাদের ফেলে যাওয়া শতাধিক স্ত্রী-সন্তানকে আটক করেছে বাগদাদের সেনারা।

রায়ে বিচারক আব্দুল সাত্তার আল বিরকদার বলেছেন, এটা প্রমাণিত হয়েছে যে, তারা (বন্দী নারীরা) সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট এবং স্বীকার করেছে তারা দায়েশ যোদ্ধাদের বিয়ে করেছে অথবা গোষ্ঠীটিকে আনুসাঙ্গিক সহায়তা অথবা সন্ত্রাসী হামলা চালাতে সাহায্য করেছে।

রায়ে আরো বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব নারী চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

২০১৪ সালে আইএসের উত্থানের পর হাজার হাজার বিদেশি গোষ্ঠীটির সঙ্গে যোগ দিতে সিরিয়ায় যায়। সন্ত্রাসী গোষ্ঠীটির সঙ্গে যোগ দিতে অনেক বিদেশি নারী স্বেচ্ছায় কিংবা প্ররোচিত হয়ে সিরিয়ায় গিয়েছিলেন। ইরাকের উত্তরের শহর তাল আফারে আইএস পরাজিত হওয়ার পর কুর্দি পেশমারগা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল ১ হাজার ৩শ'র বেশি নারী ও শিশু।

সাম্প্রতিক মন্তব্য

Top