logo
news image

লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্ধশতবর্ষ উদযাপনে সভা

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্ধশতবর্ষ (১৫০ বছর পূর্তি) উপলক্ষে উৎসবের আয়োজন করা হচ্ছে।  
সার্ধশতবর্ষ উৎসব উপলক্ষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিদ্যালয়ের সভা কক্ষে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোয়ার হোসেন নান্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মুকুল, বর্তমান প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, প্রধান শিক্ষক ওয়ারেছ মো. ইকবাল, কমিটির সদস্য ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন রানা, নির্বাচন কর্মকতা মুজিবুল হক, কমিটির সদস্য আব্দুল ওয়াদুদ, সাবেক শিক্ষক বজলুর রহমান, জুবায়ের হোসেন সম্রাট, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি প্রমুখ।  
অনুষ্ঠানে ১১ জানুয়ারি ২০২০ উৎসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।  উৎসব সফল করতে আগামী ২১ অক্টোবর, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিভিন্ন কমিটি  গঠনের লক্ষ্যে সাধারণ সভায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। 

সাম্প্রতিক মন্তব্য

Top