logo
news image

আড়াই বছর পর লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক।  । 
নাটোরের লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে অধ্যাপক সহিদুল ইসলামকে সভাপতি ও এ কে আজাদ সেন্টুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যদের কমিটি গঠন করা হয় ২০১৭ সালের ১ এপ্রিল শনিবার।  নির্বাচন সম্পন্ন হবার আড়াই বছর পর পর হঠাৎ এই প্রথম ২০১৯ সালের ৪ অক্টোবর শুক্রবার আহবান করা হয় সভা।  সভায় ক্লাবের উন্নয়নে আলোচনা হয়। 
সভায় উপস্থিত ছিলেন, ইমাম হাসান মুক্তি, আশীষ কুমার সুইট, আলাউদ্দিন, রুহুল কুদ্দুস কোহেল, মাজহারুল ইসলাম লিটন, মেহেদী হাসান লিটন,  এহসানুল করিম তুহিন। 
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এ্যাড. মুক্তার হোসেন দায়িত্ব পালন করেন। 
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি (প্রকাশক ও সম্পাদক দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ), যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তিব্বত (দৈনিক আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক আশীষ কুমার সুইট (দৈনিক রাজশাহী), প্রচার সম্পাদক আলাউদ্দিন (ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রুহুল কুদ্দুস কোহেল  (দৈনিক খবরপত্র), ক্রীড়া সম্পাদক মাজহারুল ইসলাম লিটন (দৈনিক দিনকাল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ারা খাতুন (দৈনিক সানশাইন), কোষাধ্যক্ষ মেহেদী হাসান লিটন  (দৈনিক জনদেশ),  নির্বাহী সদস্য এহসানুল করিম তুহিন (দৈনিক নয়াদিগন্ত), আব্দুল বারী  (দৈনিক সুবর্ণ সংবাদ), আল আমিন (দৈনিক রাজবার্তা), মঞ্জুরুল ইসলাম মঞ্জু  (দৈনিক উপচার)।

সাম্প্রতিক মন্তব্য

Top