logo
news image

বাগাতিপাড়ায় নবাগত ওসির সাথে এমপির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া।  ।  
নাটোরের বাগাতিপাড়া মডেল থানায় নবাগত ওসি’র সথে সৌজন্য সাক্ষাৎ করলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সোমবার (৭ অক্টোবর) সন্ধায় এই সৌজন্য সাক্ষাৎ করেন এমপি বকুল। বাগাতিপাড়ায় সকাল থেকেই এমপি বকুল বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনরত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যূৎ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় খন্ডকালিন দায়িত্ব প্রাপ্ত ওসি আমিনুল ইসলাম এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন নতুন ওসি আব্দুল মতিন। এর আগে গত ২৯ সেপ্টেম্বর সিরাজুল ইসলাম শেখ পিপিএম অন্যত্র বদলি হওয়ায় তার স্থানে নতুন ওসি হিসেবে আব্দুল মতিন যোগদান করেন। আব্দুল মতিন এর আগে সিআইডি মালিবাগে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top