logo
news image

মুক্তিযোদ্ধা দেলবার হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মাষ্টার দেলবার হোসেন (৮০) সোমবার (৭ আক্টোবর) ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বিকেল ৫ টায় বিলমাড়িয়া কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে মরহুমের জানাযা শেষে মোহরকয়া মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়।
তিনি বিলমাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। সর্বশেষ চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব নিয়েই অবসর গ্রহন করেন। বিলমাড়ীয়া কেন্দ্রীয় মসজিদের দীর্ঘদিন সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিলমাড়ীয়া ইউনিয়নের কমান্ডারের দ্বায়িত্ব পালন করেছেন।
তিনি একজন সৎ ও বলিষ্ট নেতৃত্বদানকারি হিসেবে সমাজে ভুমিকা রেখেছেন। তার শুন্যতা বিলমাড়ীয়া এলাকার মানুষের জন্য পূরণ হবার নয়।

সাম্প্রতিক মন্তব্য

Top