logo
news image

লালপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর উপজেলার ৪টি ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় ১ হাজার ৬শ পরিবারের মাঝে ১৮ টন চাউল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) নাটোর জেলা ও লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে লালপুর, ঈশ্বরদী, বিলমাড়ীয়া, দুড়দুড়িয়া ইউনিয়নে পদ্মার চরাঞ্চলের বিভিন্ন গ্রামের ১ হাজার ৬শ পরিবারের মাঝে ১৮ টন চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ট্যাগ অফিসার পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবীন কুমার প্রামানিক, লালপুর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক পলাশ, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, লালপুর ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ইউসুফ আলী, জাহাঙ্গীর আলম, ইউপি সচিব বাবর আলী প্রমূখ।
এর মধ্যে লালপুর ইউনিয়নে ৫ শতাধিক পরিবারের মাঝে ৭ টন, বিলমাড়ীয়া ইউনিয়নে ৮শ পরিবারের মাঝে ৮ টন, ঈশ্বরদী ইউনিয়নে দেড়শ পরিবারের মাঝে ২টন ও দুড়দুড়িয়া ইউনিয়নে ৬৭ পরিবারের মাঝে ১টন চাউল বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top