logo
news image

এবার ঘি দিয়ে ত্বক ও চুলের যত্ন

ঘি'য়ের জুড়ি নেই খাবারের স্বাদ বাড়াতে । গুণের দিক দিয়েও ঘিয়ের জুড়ি নেই। এটি  ত্বক এবং চুলের জন্যও দারুন উপকারী। 

শীতকালে অনেকেই ঠোঁট ফাটা সমস্যায় ভোগেন। আর ঠোঁট ফাটা রোধে অনেকে নানা ধরনের বাম, লিপজেল কিংবা ভ্যাজলিন ব্যবহার করেন। তবে, এটা হয়তো অনেকেই জানেন না ঠোঁট আরও নরম এবং গোলাপি রাখতে ঘিয়ের জুড়ি নেই। সামান্য পরিমানে ঘি নিয়ে ঠোঁটে লাগিয়ে হালকাভাবে ঘষুন।ঠোঁট আর্দ্রতা ফিরে পাবে।

শুধু ঠোঁট নয়, চুলের সৌন্দর্য বাড়াতেও ঘি দারুণ উপকারী।চুল ঝলমলে আর নরম রাখতে সাহায্য করে ঘি। এক চামচ নারকেল তেলের সঙ্গে ২ চামচ ঘি নিয়ে চুল এবং মাথায় ভালো করে ঘষুন। ৩০ মিনিট রেখে পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলুন।এতে চুল হয়ে উঠবে ঝলমলে। চোখের নিচের কালি দূর করতে এক ফোঁটা ঘি নিয়ে চোখের চারপাশে ম্যাসেজ করুন। সারারাত রেখে সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি করলে চোখের কালি অনেকটা দূর হয়ে যাবে।

এছাড়া প্রতিদিন মাথায় ঘি ম্যাসেজ করলে মাথার রক্ত চলাচল ভালো হয় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে।

ত্বক ভালো রাখতেও ঘি দারুন উপকারী।দুই চামচ ঘি হালকা গরম করে তাতে সামান্য পানি মেশান।তারপর সেই মিশ্রণ সারা গায়ে এবং মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক হয়ে উঠবে নরম ও মসৃণ।

 

সাম্প্রতিক মন্তব্য

Top