logo
news image

ক্রিকেটার তাইজুল ইসলামকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক।  ।  
হেলমেট ব্যবহার না করায় জাতীয় দলের ক্রিকেটার তাইজুল ইসলামকে দুইশ’ টাকা জরিমানা করেছে নাটোরের নলডাঙ্গা থানা পুলিশ। শহরের কাঁঠালবাড়িয়ায় নিজ বাড়ি থেকে গ্রামের বাড়ি নলডাঙ্গা উপজেলার পিপরুলে যাবার সময় এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, বুধবার (২ অক্টোবর) বিকেলে নলডাঙ্গা থানার মোড়ে চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে পুলিশ বিভিন্ন যানবাহন চেক করছিলো। এসময় ক্রিকেটার তাইজুল ইসলাম মোটরসাইকেলযোগে নাটোর শহরে থেকে নলডাঙ্গা বাজার হয়ে পিপরুলের দিকে যাচ্ছিলেন। তাইজুল হেলমেট না পরার কারনে তাকে মোটরযান অধ্যাদেশের ১৩৭ ধারা অনুসারে দুইশ’ টাকা জরিমানা করেন নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান।
উপ-পরিদর্শক নুরুজ্জামান বলেন, ট্রাফিক আইনের যথেচ্ছা ব্যবহারের শাস্তি সকলের জন্যই সমান। আমি নিয়ম ভঙ্গ করায় তাকে জরিমানা করেছি। তবে তিনি(তাইজুল)আমাদের সাথে কোন অসৌজন্যমূলক আচরণ করেননি, বরং সহযোগিতা করেছেন।
ক্রিকেটার তাইজুল ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, হেলমেট বাড়িতে রেখে বিকেলে ঘুরতে বেরিয়েছিলেন। এই অবস্থায় চেকপোস্টে পৌঁছালে তার দুইশ টাকা জরিমানা করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top