logo
news image

নাটোরে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরে চ্যানেল আইয়ের ২১ বছরে পদার্পণ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে একটি র‌্যালী নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনাইটেড প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এরপর ইউনাইটেড প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় চ্যানেল আইয়ের নাটোর প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোরের ভাপরপ্রাপ্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেছা, জেলা পরিষদ সদস্য শফিউল আজম স্বপন, চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য সচিব ও ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার , আল মামুন, নাছিম উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে জন্মদিনের কেক কাটেন অতিথি বৃন্দ। বক্তরা চ্যানেল আই এর ভূয়সী প্রশংসা করে বলেন, চ্যানেল আই এর বন্তুনিষ্ঠ সংবাদ, গঠনমূলক সংস্কৃতিক অনুষ্ঠান, কৃষি ও প্রকৃতি বিষয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাম্প্রতিক মন্তব্য

Top