logo
news image

লালপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন

নিজস্ব প্রতিবেদক।  ।  
নাটোরের লালপুর ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালপুর ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহামুদুল হক মুকুল, সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মতিউর রহমান মতি, লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
এ্যাড. আলাউদ্দিন আলাল, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি খাজা শামীম মো: ইলিয়াস হোসেন , উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তনু , জেলা তাঁতী লীগের সহসভাপতি আলতাফ হোসেন কুটি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আওলাদ হোসেন, যুবলীগ নেতা শামীম আহমেদ, ইউপি তরিকুল ইসলাম, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য গোলাম কিবরিয়া প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top