logo
news image

সহযাত্রীর আঙুল কামড়ে খেলেন এক ব্যক্তি

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
বাসে-ট্রেনে প্রায়শইঃ যাত্রীদের মাঝে ঝগড়া বিবাদ দেখা যায়। সেটা কোনো কোনো সময় হাতাহাতিতেও গড়ায়। কিন্তু তাই বলে একেবারে রক্তারক্তি ! ভারতের রেলের এক ঘটনায় শিউরে উঠেছে সবাই। দুই যাত্রীর এক কথা দুই কথায় ঝগড়া শুরু হয়ে যায়। ট্রেনের অন্য যাত্রীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। একটা সময় মৌখিক ঝগড়াজ গড়ায় হাতাহাতিতে। তারপরই ঘটে যায় এক ভয়ানক কাণ্ড। সহযাত্রীর তর্জনী কামড়ে খান আরেক যাত্রী !
জানা গেছে, ৩৪ বছর বয়সী মহেশ পান্ডুরাং ধুমরে উঠেছিলেন মুম্বাইয়ের দাদর স্টেশন থেকে। উঠেই কয়েকজন বন্ধুর সঙ্গে কামরার দরজার সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। এতে অন্য যাত্রীদের উঠতে-নামতে অসুবিধা হচ্ছিল। পরের স্টেশন থেকে ২৫ বছরের ইউসুখ শেখ ওই কামরায় ওঠেন। কিছুক্ষণের মধ্যেই মহেশের সঙ্গে ঝগড়া লাগে তার। কথা কাটাকাটির মাঝে মহেশের জামার কলার ধরে টানতে শুরু করেন ইউসুফ। তাতে মহেশের জামার বেশ কয়েকটি বোতামও ছিঁড়ে যায়।
ব্যস, শুরু হয়ে যায় লঙ্কাকাণ্ড। রেগে গিয়ে ইউসুফকে গলা ধাক্কা দিতে শুরু করেন মহেশ। এর পরই ইউসুফ তার ডান হাতের তর্জনী কামড়ে দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই মহেশের আঙুলের কিছুটা অংশ ছিঁড়ে চলে যায় ইউসুফের মুখে। এমন নৃশংস ঘটনার আকস্মিকতায় অন্য যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। আঙুল ছিঁড়েও শান্ত হননি ইউসুফ; এরপর মহেশকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেল দেওয়ার চেষ্টা করেন তিনি। যাত্রীরা পুলিশে খবর দিয়ে থানে স্টেশনে ইউসুফকে গ্রেপ্তার করে জিআরপি। মহেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঙুলে অপারেশন হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top