logo
news image

গুরুদাসপুরে সরকারিভাবে পাট ক্রয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর।।
নাটোরের গুরুদাসপুরে সরকারিভাবে মেসার্স বাওয়ানী জুট মিলস্ লিঃ কৃষকদের কাছ থেকে পাট ক্রয় শুভ উদ্বোধন হয়েছে।সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁচকৈড় পুড়ানপাড়ায় মোঃ শহিদুল ইসলাম এর গুদামে জুট মিলস্ লিঃ এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার সভাপতি বিশিষ্ট পাট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতির সাংগঠিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, মেসার্স বাওয়ানী  জুট মিলস্ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান,গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম,উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোঃ রবিউল করিম শান্তসহ উপজেলার সকল পাট ব্যবসায়ীগণ। পরে বিশেষ মোনাজাত শেষে কৃষকদের কাছ থেকে পাট ক্রয়ের মাধ্যমে এই জুট মিলস্ লিঃ এর যাত্রা শুরু হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top