logo
news image

নাটোরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ শুরু

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ-১৭ বালক ও বালিকা ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা, উপজেলা নির্বাহি অফিসার জেসমিন আক্তার বানু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top