logo
news image

বাগাতিপাড়ায় শিশুদের সহায়ক যন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া।।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক যন্ত্র (Assistive Device), হুইল চেয়ার, কেসার, শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগাতিপাড়া উপজেলা চত্বরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রায় ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়কযন্ত্র বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম পিপিএম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মজনু মিয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোমরেজ সহ বিভিন্ন পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top