logo
news image

ওয়ালিয়া হাকিমুন্নেছা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরের ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, লালপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, ওয়ালিয়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরী আলম সিদ্দিকী, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রাকিব হোসেন, সাবেক শিক্ষক তফিজ উদ্দিন প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার নেতৃস্থানীয় ব্যাক্তি ও সুধিজনের উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top