logo
news image

দৈনিক আমাদের নতুন সময়ে যোগদান

দৈনিক আমাদের নতুন সময়ে যোগদান
রমাপ্রসাদ বাবু।।
পথ নাকি নতুন পথের সৃষ্টি করে। চলতে শেখায় নতুন পথে। সেই ২০১০ সালের শুরুতে যুগান্তর ছেড়ে সমকালে যোগদান করি। তারপর কেটে গেছে ১০টি বছর। এর মধ্যে কিংবদন্তি সাংবাদিক ও সম্পাদক গোলাম সারওয়ার ভাইয়ের সাহচার্যে কেটেছে টানা এক যুগ। নিউজ কক্ষে তার সঙ্গে কতশত স্মৃতি ও অভিজ্ঞতা পেয়েছি। সবচেয়ে বড় বিষয় তার কাছ থেকে শেখা। এটিই আত্মবিশ্বাস, শক্তি ও সাহস যোগায়। পথ চলতে কত প্রিয়জনের স্নেহ, ভালোবাসা ও সান্নিধ্য পেয়েছি। সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা। এ ঋণ শোধবার নয়।
এবার নতুন চ্যালেঞ্জ নেবার পালা। অজানাকে জানতে চাই। দেখতে চাই অন্ধকারের পর কী আছে! আজ বরেণ্য সম্পাদক নাঈমুল ইসলাম খানের দৈনিক আমাদের নতুন সময়ে যোগদান করলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা নাঈম ভাই। আগামীতে আমাদের নতুন সময় আনছে নতুন চমক। অভিজ্ঞতায় ঋদ্ধ হবো তাই আশা। ধন্যবাদ সমকাল পরিবার, ভাল থাকুক সমকাল।

সাম্প্রতিক মন্তব্য

Top