logo
news image

প্রিয় স্যারের চির বিদায়

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা লালপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব আজিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাদ এশা ( রাত সোয়া ৯ টায়) গোপালপুর পৌর কবরস্থানে  জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা লালপুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ্ব আজিজুর রহমান (৬১) স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালন শেষে ২৪ আগষ্ট ঢাকায় আসেন। ঢাকায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েন, এ সময় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ১ মাত্র পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাপান প্রবাসী তাঁর একমাত্র ছেলে দেশে ফেরার অপেক্ষায় মরদেহ ঢাকায় একটি হিমাগারে রাখা হয়।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা থেকে স্বজনরা তাঁর লাশবাহী গাড়ীসহ লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার মাষ্টার পাড়ায় পৌছলে প্রিয় মানুষটিকে একনজর দেখতে মানুষের ঢল নামে। বাদ এশা (রাত সোয়া ৯টায়) গোপালপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের জানাজা শেষে  তাঁর দাফন সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে  জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁর পরিবারের প্রতি সমবেদনা-শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top