logo
news image

নাটোরে জাতীয় মহিলা সংস্থার জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার (২৫ আগস্ট) বিকেলে এর আয়োজনে জাতীয় মহিলা সংস্থার কানাইখালি অফিসের মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংস্থার চেয়ারম্যান নাসিমা বানু লেখার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদতবার্ষিকী ও শোক দিবস-২০১৯ উপলক্ষে আলোচনা সভা শেষে ও বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top