logo
news image

শাবিতে সাংবাদিকতা বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর উদ্যোগে দুইদিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-সি এর ৩১২ নম্বর কক্ষে প্রথম দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘রিপোর্টিং, এডিটিং এন্ড অ্যানকরিং’ শীর্ষক এই কর্মশালার প্রথম দিন মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাইমুল করিম নাইম এবং ডেইলি স্টারের রিপোর্টার মওদুদ আহমেদ সুজন।
শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় কর্মশালায় শাবি প্রেসক্লাব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং এম সি কলেজ রির্পোটার্স ইউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালার দ্বিতীয় পর্ব আগামী ৩১ আগস্ট (শনিবার) মেন্টর হিসেবে উপস্থিত থাকবেন ডিবিসি নিউজ চ্যানেলের সদ্য সাবেক সম্পাদক নবনীতা চেীধুরী এবং যমুনা টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ মাহবুবুর রহমান রিপন।
এছাড়া একই দিন বিকেলে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সাম্প্রতিক মন্তব্য

Top