logo
news image

শাবিতে ওয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রি পাইপলাইন সিস্টেম বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
শনিবার (২৪ আগস্ট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আই আই সিটি বিল্ডিংয়ে সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত হয় গেলো “অয়েল এবং গ্যাস ইনড্রাস্টি পাইপলাইন সিস্টেম ” বিষয়ক সেমিনার। এতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জি এস পাটেল (টিম লিডার, ওয়েলহেড কম্প্রেসর, তিতাস গ্যাস ফিল্ড) এবং ইউসুফ চৌধুরী(প্রসেস অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, তিতাস গ্যাস ফিল্ড)।
এতে বক্তারা ইন্ডাস্ট্রির পাইপলাইন সিস্টেম নিয়ে কথা বলেন। তাছাড়াও পেট্রোলিয়াম ইন্ড্রাস্টি এবং পেট্রোলিয়াম সেক্টরে গ্রেজুয়েশন পরবর্তী জব সেক্টর নিয়েও আলোচনা করেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ সাইফুল আলম (বিভাগীয় প্রধান, পিএমই, সাস্ট), সহকারি অধ্যাপক মোঃ জাকারিয় এবং প্রভাষক মাজেদুল ইসলাম খান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top