logo
news image

নলডাঙ্গায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা।।
নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে মাহিম নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার তেঘরিয়া গ্রামে ভুট্রুর শয়ন ঘরে ঘুমন্ত অবস্থায় শিশুকে সাপে কামড়ে দিলে এ ঘটনা ঘটে। নিহত মাহিম খুলনা বাগেরহাট এলাকার মহসিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শিশু মাহিমের বাবা মা জীবিকার তাগিদে ঢাকায় যাওয়ার আগে নলডাঙ্গা উপজেলার তেঘরিয়া গ্রামের খালু ভুট্রুর বাড়িতে শিশু মাহিমকে রেখে যায়।শনিবার সকালে ঘুমন্ত শিশু মাহিম কে ঘরে রেখে খালা বাথরুমে যায়। এসময় ঘরের ভেতরে থাকা একটি বিষধর সাপ মাহিমকে কামড়ে দেয়। সাপের কামড়ে শিশু মাহিম কান্নাকাটি শুরু করলে তার খালা এসে শিশুটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top