লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরের পাইকপাড়া পূর্বপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জুলহাস হোসেন (৩২) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার আফতার হোসেনের ছেলে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫টার সময় উপজেলার পাইকপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে নিজ ঘরে ফ্যানের তার জোড়া দিতে গিয়ে অসাবধানতা বসত ফ্যানের তারের সঙ্গে জুলহাসের হাত লাগলে বিদ্যুস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত জুলহাস হোসেনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে তার মৃত্যু হয়।
ঐ এলাকার ইউপি সদস্য আব্দুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক মন্তব্য