logo
news image

শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র‌্যালি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে  সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের  প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বা শুভ জন্মাষ্টমী উপলে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। শুক্রবার সকালে পূজা উদ্যাপন পরিষদ ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে  ধর্মীয় প্লাকার্ড ,সঙ্গীত, খোল-করতাল, ব্যান্ডপার্টিসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সুরধ্বণীতে কর্মকারপাড়া মার্তৃ মন্দির হতে র‌্যালি বের করে। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে ঠাকুরবাড়ি সত্য নারায়ন বিগ্রহ মন্দির প্রাঙ্গনে শেষ হয়।
ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু র‌্যালির উদ্বোধন করেন। উদ্যাপন পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তির সভাপতিত্বে এসময় উপস্তিত ছিলেন, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার, পরিষদের পাবনা জেলা কমিটির উপদেষ্টা রমেন্দ্র নাথ চক্রবর্তি, ঠাকুরবাড়ি কমিটির সহ-সভাপতি ডাঃ জহর লাল বাগচী, ওয়ার্ড কাউন্সিলর আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ সরকার, পৌর কমিটির সভাপতি  সাধারণ সম্পাদক তাপস সাহা, হিন্দু মহাজোটের দেবদুলাল রায়, রাজেশ সরাফ,  মাতৃ মন্দিরের রমেন্দ্র নাথ কর্মকার, দাশুড়িয়ার রতন সাহা, হরেকৃষ্ণ সম্প্রদায়ের নিলুরঞ্জন সরকার, সুবল সরকার, বিকাশ কুন্ডু প্রমূখ।
পরে ঠাকুরবাড়ি মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা এবং প্রসাদ বিতরণ করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top