logo
news image

ট্রুডো পাঁচ দিন পর মোদির দেখা পেলেন

ভারতে সফরে যাওয়ার প্রায় পাঁচ দিন পর অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, দিল্লিতে দুই প্রধানমন্ত্রীর নৈশভোজের অনুষ্ঠানে ভারতের কট্টরপন্থী এক শিখ নেতাকে আমন্ত্রণ জানিয়েছিল কানাডা। কিন্তু ভারতের আপত্তির
কারণে একদিন আগে ওই আমন্ত্রণ প্রত্যাহার করে নেয় দেশটি। এরপরই দু’দেশের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হল।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন, প্রতিরক্ষায় পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি। আমাদের মতো দেশের জন্য সন্ত্রাসবাদ ও চরমপন্থা একটি বড় হুমকি। সন্ত্রাসবিরোধী যুদ্ধে আমাদের সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। অন্যদিকে ট্রুডো বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে ভারতকে অকৃত্রিম অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দু’দেশের জনগণের মধ্যে আরও দৃঢ় বন্ধন তৈরির বিষয়ে আমরা আলোচনা করেছি।

সাম্প্রতিক মন্তব্য

Top