logo
news image

শাবির তৃতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন সেপ্টেম্বরে

নিজস্ব প্রতিবেদক, শাবি।।
দীর্ঘ তের বছর পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। এরই প্রেক্ষিতে আগামী সেপ্টেম্বর মাস থেকে সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন শুরু হবে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে উপাচার্যের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এর মধ্যে গোলচত্বর এর সৌন্দর্য বর্ধন, বিশ্ববিদ্যালয় ক্লাবকে আধুনিকায়ন, ক্যাম্পাসে ১৫ হাজার বৃক্ষ রোপণ, সীমানা প্রাচীর তৈরি, বিশ্ববিদ্যালয়কে সিলেট সিটি কর্পোরেশনের আওতাভূক্ত, ডিন’স অ্যাওয়ার্ড চালু, শিক্ষার্থীদের বসার জন্য মানসম্পন্ন বেঞ্চ স্থাপন, গবেষণার মান বাড়ানোর লক্ষ্যে ইথিক্যাল বোর্ড গঠন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আধুনিকায়ন প্রক্রিয়া ইত্যাদি চলমান আছে বলে জানান অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সাম্প্রতিক মন্তব্য

Top