বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেল চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া।।
নাটোরের বাগাতিপাড়ায় পেছনের মোটর সাইকেলের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা ট্রাকের চাপায় সারোয়ার হোসেন সাগর নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা একই বয়সের অপর আরোহী সৈকত।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৯ আগস্ট) সকালে বাগাতিপাড়ার জামনগর মাঝপাড়ার আহম্মদ আলীর ছেলে সাগর তার বন্ধুকে সাথে নিয়ে পাশের উপজেলার পুঠিয়া বাজারে যাচ্ছিল। পথে বাগাতিপাড়ার পকেটখালী নামক স্থানে পেছন থেকে দ্রুতগতির একটি মোটর সাইকেল সাগরের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে সাগরের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একই সময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক সাগরের মোটর সাইকেল কে চাপা দিলে ঘটনাস্থলেই চালক সাগর নিহত হয়।
নিহত সাগর সদর উপজেলার চাঁদপুর কওমি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। আহত হয় মোটর সাইকেলে থাকা সাগরের বন্ধু সৈকত। সে একই ইউনিয়নের পশ্চিম চরপাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।
সাম্প্রতিক মন্তব্য