লালপুরে পদ্মায় ডুবে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে মোহরকয়া ইটভাটা সংলগ্ন পদ্মা নদীর পানিতে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। উদ্ধার অভিযান চলছে।
লালপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ আগস্ট) দুপুর ২ টার দিকে লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ইটভাটা সংলগ্ন পদ্মা নদীর পানিতে গোসল করতে নেমে মাদ্রারা ছাত্র হারুন (১৪) পানিতে তলিয়ে যায়। সে উপজেলার মোহরকয়া গ্রামের জাকারিয়ার ছেলে। ঢাকার একটি মাদ্রাসায় হারুন লেখাপড়া করে । লালপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে। পাশাপাশি রাজশাহী থেকে টিম লিডার সাদেকুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজে যুক্ত হয়েছে।
বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করে জানান, লালপুর ফায়ার সার্ভিস ও রাজশাহী থেকে ৬ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত হারুনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
সাম্প্রতিক মন্তব্য