logo
news image

‘পদ্মাবত’ ছাড়াল ৫০০ কোটি

সন্দেহাতীতভাবেই সঞ্জয় লীলা বানসালির ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি এটি, সেরাও। এটা তার সবচেয়ে বড় সাফল্যও। ‘পদ্মাবত’ নিয়ে যখন কথা হয় তখন এ ছাড়া আর কিছু বলার থাকে না। কেননা, এখনও প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে সঞ্জয়ের এ ছবিটি। ইতিমধ্যে বিশ্বজুড়ে আয় করেছে ৫২৫ কোটি রুপি। বক্স অফিস কালেকশনের নিরিখে সঞ্জয়ের পুরনো দুই সুপার মুভি ‘বাজিরাও মাস্তানি’ আর ‘গলিও কি রসিলা : রাম লীলা’- কেও ছাড়িয়ে গেছে ‘পদ্মাবত’।আর ছবির এই ঈর্ষণীয় সাফল্যের পুরো কৃতিত্ব দর্শকদের দিচ্ছেন পরিচালক। তিনি বলেন, এটা একটা দারুণ অনুভূতি যখন আপনি আপনার নির্মিত কোনো ছবির জন্য দর্শকদের ভালোবাসা পেতে থাকবেন, সারা পৃথিবী থেকে। পদ্মাবত আমার খুব প্রিয় একটা ছবি কেননা আমি এই ছবিতে ভারতীয় সমৃদ্ধ সংস্কৃতিকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পেরেছি। আর এ ধরনের উপস্থাপনের জন্য সিনেমা একটি চমৎকার মাধ্যম। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে এর থেকে আনন্দের আর কী হতে পারে যখন তিনি দেখেন যে তার প্রিয় দর্শক ছবিটিকে ভালোভাবে নিচ্ছে।

সাম্প্রতিক মন্তব্য

Top