logo
news image

লালপুরের ওসির সাথে জনপ্রতিনিধিদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও লালপুর উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেছেন।
ইন্সপেক্টর (তদন্ত) মনোয়ারুজ্জামানের সঞ্চালনায় মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, ১নং লালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক পলাশ, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম জয়, ৩ নং চংধুপইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু আল বেলাল,  ৪নং আড়বাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, ৫নং বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ৬নং দুয়ারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম লাভলু, ৭নং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, ৮নং দুড়দুড়িয়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান, ৯নং অর্জুনপুর বরমহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:আব্দুস সাত্তার, ১০ নং কদিমচিলান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম রেজা প্রমুখ।
মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও লালপুরের আইন-শংখলা ভাল রাখতে ওসি সেলিম রেজা সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top