লালপুরে সেরা কর আদায়কারীদের মধ্যে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক।।
কর আদায়ে উৎসাহ দিতে নাটোরের লালপুর উপজেলার সেরা কর আদায়কারী দুইজন ইউনিয়ন ভুমি উপ সহকারী ও কর আদায়ে সহযোগিতার জন্য আরো তিনজন মোট পাঁচ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি। উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌর ভুমি উপ সহকারীদের মধ্যে দুই জন কর্মকর্তাকে এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর কর আদায়ে বর্ষ সেরার পুরস্কার পেয়েছেন কদিমচিলান ইউনিয়ন ভুমি সহকারী মঈন উদ্দিন, ২য় বর্ষ সেরা হয়েছেন বিলমাড়িয়া ইউনিয়ন ভুমি সহকারী ইউসুফ আলী। কর আদায়ে সহযোগিতার জন্য পুরস্কার প্রাপ্তরা হলেন ঈশ্বরদী ইউনিয়ন ভুমি সহকারী আহসান হাবিব, উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম ও দুড়দুড়িয়া ইউনিয়ন ভুমি অফিসর অফিস সহায়ক তৈয়ব আলী।
সাম্প্রতিক মন্তব্য