logo
news image

ঈশ্বরদী সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
 ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস’২০১৯ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউটের প্রশিক্ষণ মিলনায়তনে সেমিনার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিএসআরআই-এর মহাপরিচালক ডঃ আমজাদ হোসেন এই সভায় সভাপত্বি করেন। প্রধান অতিথি ছিলেন পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সেলিম। বিশেষ অতিথি ছিলেন সুগারক্রপের পরিচালক ডঃ এ এস এম আমান উল্লাহ। প্রতিষ্ঠানের সর্বিক কর্মকান্ডের তথ্যচিত্র উপস্থাপন করেন সুগারক্রপের অপর পরিচালক ডঃ সমজিৎ পাল।  
স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে এবং ষ্টেক হোল্ডারের বিভিন্ন বিষয়াদি নিয়ে বক্তব্য রাখেন, রাজশাহী উপ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কোহিনুর বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ, জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা, আব্দুল বারী, সিদ্দিকুর রহমান ময়েজ ও মুরাদ মালিথা।

সাম্প্রতিক মন্তব্য

Top