logo
news image

বড়াইগ্রামে হুইল চেয়ার বিতরণ

 নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে গরীব ও দুঃস্থ্যদের মাঝে ২৭টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। প্রধান অতিথি হিসেবে নাটোর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা  গরীব ও দুঃস্থ্যদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন।
উপজেলা পরিষদ মিলানায়তনে আ’লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আবুল কালাম জোয়াদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, বনপাড়া পৌর আ’লীগের যুগ্ন সম্পাদক আবুল কালাম আযাদ, ওয়ার্ড কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, জাকির সরকার প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top