logo
news image

কোলম্যানের ৬০ মিটার ইনডোরে বিশ্ব রেকর্ড

নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের উদীয়মান তারকা ক্রিস্টিয়ান কোলম্যান। মেক্সিকোর বৃহত্তম শহর আলবুকুয়েরকিউতে অনুষ্ঠিত ইউএস চ্যাম্পিয়নশীপে রবিবার ৬০ মিটার স্প্রিন্টে ৬.৩৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান দখল করেন কোলম্যান।

২১ বছর বয়সী কোলম্যান দ্বিতীয় স্থানে থাকা রনি বাকারকে মাত্র ০.১৪৯ সেকেন্ডের ব্যবধানে পিছনে ফেলেছেন। বাকার সময় নিয়েছেন ৬.৪০ সেকেন্ড।

১৯৯৮ সালে মাদ্রিদে মরিস গ্রীনের রেকর্ডটিই এতদিন পর্যন্ত ইনডোরের বিশ্ব রেকর্ড ছিল। কোলম্যান তার থেকে ০.০৫ সময় কম নিয়ে নতুন এই রেকর্ড গড়েছেন। ১০০ মিটার বিশ্ব চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক জয়ী কোলম্যানের জন্য এর মাধ্যমে মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো।

সাম্প্রতিক মন্তব্য

Top