logo
news image

বাংলাদেশ সিভিল সার্ভিস ইনফরমেশন এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।  ।  
বাংলাদেশ সিভিল সার্ভিস ইনফরমেশন এসোসিয়েশন এর কল্যাণ, ক্রীড়া এবং সংস্কৃতি সচিব নির্বাচিত হয়েছেন লালপুরের কৃতি সন্তান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারের সদস্য মো. আকতারুল ইসলাম। শুক্রবার (১২ জুলাই) নিবনির্মিত তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুই বছর মেয়াদী এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক স, ম, গোলাম কিবরিয়া এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর সচিব মুন্সী জালাল উদ্দিন। ১৯সদস্যের কমিটিতে বিগত কমিটির সভাপতি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এবং তথ্য অধিদফতর এর অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফায়জুল হক পদাধিকার বলে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। আগামীকাল শনিবার তথ্য ক্যাডারের কর্মকর্তার সম্মেলনের মাধ্যমে এ কমিটি দায়িত্বভার গ্রহণ করবেন। অনুষ্ঠানে তথ্য মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং তথ্য সচিব ।

সাম্প্রতিক মন্তব্য

Top