logo
news image

ভাতা ভোগীদের প্রকাশ্যে নির্বাচন করতে হবে ...নবাগত জেলা প্রশাসক কবীর মাহমুদ।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের বিভিন্ন ভাতা ভোগীদের প্রকাশ্যে নির্বাচন করতে হবে।’ পাবনার নবাগত জেলা প্রশাসক ঈশ্বরদীতে বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের সাথে মত বিনিময় কালে চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেছেন। বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরো বলেন, আমরা দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উন্নত দেশ গড়ার যে কর্মযজ্ঞ চলছে তাতে আমাদের সকলের উদ্দেশ্য এক ও অভিন্ন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও এডিসি (রাজস্ব) মোকলেছুর রহমান, ইপিজেড এর মহাব্যবস্থাপক আব্দুল আলীম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, প্রেসকাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, অধ্যক্ষ আইনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল লতিফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা খান, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি রায়, ঈম্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন পারুকী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। সভায় ঈশ্বরদীর বিভিন্ন শ্রেণী ও পেশার নের্তৃস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top